ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে দক্ষতা উন্নয়ন নীতি বিষয়ক কর্মশালা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৬-২১ ০৭:৪০:১৮

নীলফামারীতে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২ বিষয়ক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।  

জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শক্তিশালীকরণ’ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। 

নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মফিজুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান। আলোচক হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মনজুর, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বিনোদা রানী, সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান বক্তব্য দেন এতে। 

কর্মশালায় উদ্যোক্তা সৃষ্টি করে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ছাড়াও এলাকা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন বক্তারা। 

মুখ্য আলোচকের বক্তব্যে অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ নাগরিক হিসেবে তৈরির উদ্যোগ নিয়েছেন। এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন দফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 
এরপরও কোথাও প্রশিক্ষণ কিংবা অন্য সহায়তার প্রয়োজন হলে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ উদ্যোগ নেবে। 
সরকারী দফতর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক ব্যক্তি কর্মশালায় অংশ গ্রহণ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী