ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরের মাড়িয়া ইউপিতে ৯৯৯ জন হতদরিদ্র দুস্থদের মাঝে চাউল বিতরন
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৩-০৬-২১ ০৭:২৬:২৮

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপি'র ৯৯৯ জন হতদরিদ্র দুস্থদের মাঝে  চাউল বিতরন করা হয়েছে।

২১ জুলাই বুধবার সকাল ১০ টায় মাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দরিদ্র দুঃস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট।

আপদ কালীন জি-আর প্রকল্পের আওতায় ৫০০ জন ও ঈদুল আজহা উপলক্ষে ৪৯৯জন মোট ৯৯৯ জনকে জন প্রতি ১০কেজি করে ট‍ ত্রানের চাউল বিতরন করা হয়।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউল বিতরণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম। 

এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান বাবু, ইউপি সদস্য আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম, মকছেদ আলী, মেনুকা, রোজিনা পারভীন, আলেয়া খাতুন, ইউনিয়ন তথ্য উদ্দ্যোক্তা মিজানুর রহমান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী