ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুর মেডিকেল মোড়ে রাস্তার উপর গ্যারেজ, যানজটে পথচারীদের চরম দুর্ভোগ
  • মোবারক হোসেন শিশির, (দুর্গাপুর) রাজশাহী
  • ২০২৩-০৬-২১ ০৭:২৪:২৫

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার সদরের গুরুত্বপূর্ণ মেডিকেল মোড়ে উপজেলার প্রধান সড়কের ওপরে সাইকেল মোটরসাইকেলের গ্যারেজ বসিয়েছে স্থানীয় প্রভাবশালী। সেই সাথে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে

রাখায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগী পরিবহনে ও পথচারীদের যাতায়াতে যানজটের সৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

২০২১-২০২২ অর্থ বছরে ব্যস্ততম এই মোড়ের রাস্তা প্রশস্ত করন কাজ শেষে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মোড়ের কর্নারে স্বাস্থ্য  কমপ্লেক্সের আবাসিক ভবনের প্রাচীরের সাথে "নো পারকিং" ও যানজট মুক্ত মোড়" নামক সাইনবোর্ড সাঁটানো হয়েছিলো। সময় ভেদে সেখানে রীতিমতো পাকা রাস্তায়  সাইকেল মোটরসাইকেলের গ্যারেজ বসিয়ে পরিবহন চলাচলে যানজটের সৃষ্টি সহ পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কিন্তু প্রশাসনিক তদারকী ও পৌরসভা কর্তৃপক্ষের দেখভাল না থাকায় এখন বিভিন্ন পণ্যের দোকান বসে, পরিবহন পারকিং, সাইকেল মোটরসাইকেলের গ্যারেজ , মার্কেট নির্মাণের সামগ্রী রাখায় ব্যস্ততম এই মুহূর্তটি সবসময় যানজটের সৃষ্টি হওয়ায় সড়কটিতে দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী।

মেডিকেল মোড়ের এক ব্যবসায়ী ভীতুসুরে সাংবাদিকদের কাছে জানান,  দুর্গাপুর উপজেলার মধ্যে সবথেকে ব্যস্ততম এই মোড় হচ্ছে মেডিকেল মোড়। স্থানীয় প্রভাবশালী  আব্দুল মজিদ রাস্তার ওপরে সপ্তাহে চারদিন শনিবার, রবিবার,  মঙ্গলবার ও বুধবার মোড়ের রাস্তার দুই ধার দিয়ে সাইকেলের গ্যারেজ ব্যবসা করে থাকেন। এ নিয়ে কেউ প্রতিবাদ করলেই তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া হয়। 

এই ভয়ে কেউ কিছু বলতে পারেনা।  ব্যস্ততম এই মোড়টির রাস্তার ওপর থেকে বিভিন্ন ভ্রাম্যমান দোকান, সাইকেল গ্যারেজ ও নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণ করে যানজট ও পথচারীদের দুর্ভোগ নিরসন, এবং সেই সাথে পূর্বের ন্যায় মোড়টিতে "নো পার্কিং ও যানজট মোড়" নামক সাইন বোর্ডটি টাঙ্গানোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন  ব্যবসায়ী পথচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী সচিব (চলতি দায়িত্ব) শাহাবুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী