ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চড় দেওয়ায় বন্ধুকে হত্যা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৬-১৯ ১১:০০:০২
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর রাব্বি (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত ১৭জুন রাতে মোবাইল কেনাবেচার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাব্বি। কিন্তু তার কোন সন্ধ্যান না পাওয়ায় রোববার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তকালে রাব্বি নিখোঁজের পেছনে তার বন্ধু ফুলবাড়িয়া এলাকার সাগর (১৯) এর সংশ্লিষ্টতা পায়। রাতে সাগরের বাড়িতে পুলিশ অভিযান চালায়, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান, রাত দুইটার পর সাগরের সাথে তার কথা হয়েছে। এসময় সাগরের মা'র মোবাইল ফোনটিতে একটি কল রেকর্ড পায় পুলিশ। সেই রেকর্ডে সাগর তার মা'কে বলতে শুনা যায়, 'রাব্বি তাকে একবার চড় দিয়েছিল। তাই তাকে মেরে এলাকার একবাড়ির ঝুপড়ীতে ফেলে দিয়ে সে ঢাকায় পালিয়ে গেছে'। পরে কল রেকর্ড অনুযায়ী পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পশ্চিম ফুলবাড়িয়ায় একটি বাড়ির ঝুপঝাপে রাব্বির মরদেহ পাওয়া যায়। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী