ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
এডভোকেট মাহাবুবুল আলম খোকন-কে ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সংবর্ধনা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৬-১৭ ১৩:৪৬:২১
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি নিযুক্ত হওয়ায়, নবীনগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক এড. মাহাবুবুল আলম খোকন ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন। ১৭ জুন শনিবার এই সংবর্ধনাকে কেন্দ্র করে শহরের দি আলাউদ্দিন সংগীতাঙ্গন নবীনগরর নানান শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। সংবর্ধিত অতিথিকে সংগঠনের নেতৃবৃন্দ উত্তরীয় পরিয়ে দেন। এই সময় তাকে ফুলের তোড়া এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। সংবর্ধিত হয়ে এডভোকেট মাহাবুবুল আলম খোকন বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গরীব,দুঃখি,দল-মত নির্বিশেষে সবার আইনের সেবা এবং অধিকার নিশ্চিত করতে চেষ্টা করবো। ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো। কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সদস্য, সাবেক সচিব খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের জিপি এড. ওয়াছেক আলী, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য, ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এড. আনিছুর রহমান মঞ্জু। কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জহির রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খাঁন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী