নাটোর, মানিকগঞ্জ,রাজবাড়ি এবং ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘন্টায় উন্নতি হতে পারে।
এছাড়াও আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আজ বন্যা পূর্বাভাস কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানিসমতল বৃদ্ধি পাচ্ছে,অপরদিকে যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ব্যাতীত উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ২৭ টির, হ্রাস ৭২ টির ,বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৪ টি, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৬ টির,অপরিবর্তিত ২ টির,বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ৭ টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,লরেরগড় ১১৫ মিলিমিটার, সুনামগঞ্জ ৫০ মিলিমিটার।