ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
৩৩ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৬-১৭ ০৭:৪১:৪১

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। 

শনিবার সকাল এগারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের বর্তমান, সাবেক ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘অপরাজিতা-নেটওয়ার্ক’।
 
এতে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি। 

খোকশাবাড়ি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য জাহানারা বেগমের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পি রায়, নীলফামারী জেলা জজ আদালতের এ্যাডভোকেট আলপনা রায়, নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রতনা রায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রুমানা বেগম প্রমুখ। 

নেটওয়ার্কের সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য মাসুদা আকতার মিনি বলেন, নির্বাচন কমিশনের আরপিও অনুসারে ২০২০সালের মধ্যে রাজনৈতিক দলসমুহের সকল পর্যায়ে শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। 
আমরা দ্রæত নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করণের দাবী জানাই। এই দাবী বাস্তবায়নে ইতোপুর্বে আমরা অনেক কর্মসুচী পালন করেছি। 

দেশের ১৬টি জেলায় একযোগে এই কর্মসুচী পালিত হচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ