নরসিংদী শীলমান্দী স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২৩-০৬-১৬ ১২:০৯:২৫
- Print
নরসিংদীতে স্বামীর পিটুনিতে শিমু (২২) আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বামী সুজন ও শশুর শাশুড়িকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেননি হত্যাকাণ্ডের পরপরই তারা পলাতক রয়েছে বলে জানা যায়।
নিহতের পরিবার জানায়, প্রায় ১০ বছর আগে শীলমান্দী ইউনিয়নের বাঘহাটা গ্রামের মান্নান গাজীর ছেলে সুজনের (২৭) সঙ্গে বিয়ে হয় পলাশ থানা ঘোড়াশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের আটি গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে শিমুর। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
গত বুধবার পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে শিমুকে শারীরিক নির্যাতন করে মেরে ঘরের পাশে ছোট্ট একটি গর্তে ফেলে রাখেন বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিহতের শাশুড়ি রেনু বেগম ঘোড়াশাল ফোন করে শিমুর গার্জিয়ানকে বলেন শিমু আর বেচে নেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর খবর শুনে শিমুর বড় ভাই কাউসার, ছোট ভাই ফয়সাল পিতা মোঃ দুলাল মিয়া শীলবান্দী ইউনিয়নে এসে মেয়ের লাশ দেখে পুলিশে খবর দেয়াপর, পুলিশ এসে লাশ পোস্ট মডেমের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে নিহতের পিতা দুলাল মিয়া নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের পিতা জানান প্রায় সময় যৌতুকের জন্য মাদকের টাকার জন্য তাকে নির্যাতন চালাত পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। হত্যাকাণ্ডের বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান এ ব্যাপারে মামলা হয়েছে আসামি ধরার চেষ্টা চলছে অতি শীঘ্রই আমরা আসামি গ্রেফতার করতে পারব।