ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৬-১৬ ০৮:১২:৩৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ চারজন কে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৬ জুন দুপুরে উপজেলার কুটি বাজারের একটি সড়ক থেকে চিনিবস্তাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার রানিয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো: মাসুদ পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চরবাকর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই গ্রামের খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫), বরিশাল জেলার গৌরনদী থানার দয়াসুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)। কসবা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল কুটি বাজারের একটি পাকা রাস্তার উপর দুটি পিকআপ ভ্যান জব্দ করে। এ সময় পিকআপ ভ্যানের ভিতর থেকে ১৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করে চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত চিনি ওজন ১০৭৫০ কেজি। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ