ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে অটো- মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ আহত ৬
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৬-১৫ ১৪:০১:০৮
রাজশাহীরদুর্গাপুরে অটো- মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় নারী সহ একই পরিবারের তিনজন পথচারী সহ ৬ জন গুরুডর আহত হয়েছে। আহতদের দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দু্র্গাপুর পৌর সদরের ডাকবাংলো মোড়ে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। আহতরা হলো দুর্গাপুরের পাঁচুবাড়ী শ্রীধরপুর গ্রামের মোটরসাইকেল চালক আব্দুল গনি (৪৫) ও তার পিতা মোসলেম উদ্দীন (৭২) গৃহবধু মহিমালা (৪৩), অটোযাত্রী তরিপত গ্রামের রাজিয়া সুলতানা (৩০) ও পথচারী সিংগা গ্রামের শমসের আলীর স্ত্রী রেহেনা বেগম (৪২)। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল গনি'র অবস্থা আশংকাজনক হওয়ায় দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। প্রত্যক্ষদর্শী, নাজমুল হক, হাবিব খান, শমসের আলী জানান, মোটরসাইকেল আরোহী তিনজন নিজ বাড়ি পাঁচুবাড়ী থেকে এনজিও থেকে ঋণ তোলার জন্য দুর্গাপুর ব্রাক অফিস এর সামনে এসে পৌঁছামাত্র শিবপুর দিক থেকে দ্রুত গতিতে আসা ব্যাটারী চালিত অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সামনে স্বজোরে আঘাত করলে বিকট আওয়াজের সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন, অটোযাত্রী ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী এক নারীকে ধাক্কা দিলে ৬ জন ঘটনাস্থলে গুরুতর আহত হয়, দুর্ঘটনায় নিজের দোষ হওয়ায় অটো রেখে ড্রাইভার পালিয়ে যায়। তাৎক্ষণিক দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। এবিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মী শাইন ওস্তাদ জানান, ফায়ার সার্ভিসের ২০০ গজ সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরের খাওয়া-দাওয়া করছিলেন। তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিস কর্মীরা দুপুরের খাওয়া-দাওয়া রেখে দিয়ে আহতের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ বিষয়ে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সোহাগ বলেন, সড়ক দুর্ঘটনায় সকলেই গুরুতর হয়েছেন এদের মধ্যে আব্দুল গনি নামের একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। তোরা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ বা মামলা করেনি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত