ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধা
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৬-১৩ ০৫:৪৭:২৬

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে পুলিশের বাঁধার মধ্যদিয়ে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বেলা ১১টার দিকে শহরের কাঠপট্রির বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রাটি বের হয়। পদযাত্রাটি কাঠপট্টি হয়ে থানা রোডের দিয়ে এগিয়ে আসলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সামনে যেতে  বাঁধা প্রদান করে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের কয়েক দফা ধক্কাধাক্কি হয়।

পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে পদযাত্রাটি শহরের গোয়ালচামটের দিকে অগ্রসর হলে তিতুমীর মার্কেটের সামনে থেকে সেখানেও পুলিশি বাধার মুখে পদযাত্রাটি। বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে পুলিশি বাধা উপেক্ষা করে আর সামনের দিকে অগ্রসন হতে না পেরে তিতুমীর বাজারের সামনেই পদযাত্রা শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্টিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম গোস্তফা মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।

মিছিলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী