ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কক্সবাজারে শেষ হাসি হাসলেন নৌকার মাবু
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২৩-০৬-১৩ ০৫:৩৭:৩৪

অনেক জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।  একই দলের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদকে ৪ হাজারের অধিক ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশেদুল হক রাশেদের প্রাপ্ত ভোট ২৪ হাজার ৫৭৪। সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

ঘোষণা অনুযায়ী সকাল ৮ টায় পৌরসভার ৪৩ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপি-জামাতের ভোট বর্জনের ঘোষণা সত্বেও প্রায় সাড়ে ৯৫ হাজার ভোটার অধ্যুষিত পৌরসভার ৫০ শতাংশের অধিক প্রাপ্তবয়স্ক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১১ টার দিকে এসএম পাড়া এবং দুপুরে পাহাড়তলীর রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিকেল ৪ টায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ৷ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আগে থেকেই জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও র ্যাব, বিজিবি,  পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে তৈরি করা হয়েছির ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  এছাড়াও প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়। ফলে নির্বাচন বর্জনের ডাক দিলে সরকার বিরেধী রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রতিহত করার সাহস দেখায়নি। উল্টো বিএনপি - জামাতের বিপুল সংখ্যক নেতা-কর্মীকে বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের জন্য ভোট প্রার্থনা করতে দেখা গেছে।

দুপুরে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি কেন্দ্র পরিদর্শনে এসে নৌকার প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী এই প্রতিবেদককে অভিযোগ করেছিলেন,  তার পক্ষে অবস্থান নেয়ায় প্রতিদ্বন্দ্বী মাশেদুল হক রাশেদ এক নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত