ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নীলফামারীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৬-১৩ ০৪:৫৩:৫২

‘সবার জন্য সামাজিক ন্যায় বিচার : শিশু শ্রমের অবসান ঘটান’ শ্লোগানে নীলফামারীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার। 
গুড নেইবারস নীলফামারী সিডিপি’র প্রোগ্রাম ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে সভায় সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বিশেষ অতিথির বক্তব্য দেন। 

সভায় শিশু শ্রম প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সম্মিলিত ভাবে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। 
শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক ছাড়াও স্থানীয়রা এতে উপস্থিত ছিলেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ