‘স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভুমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
যুব ভবনের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালকের কার্যালয়। প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ও আয়োজক দফতরের ডেপুটি কো-অর্ডিনেটর শহীদুল ইসলাম সরকার বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে আয়োজক দফতরের সহকারী পরিচালক হাসান আলী ও মৎস্য প্রশিক্ষণ রাজা শহিদুল আসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পশু পালন প্রশিক্ষক রাজিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে যুবদের বিশেষ ভুমিকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়েছেন তা বাস্তবায়নে এখন থেকে কাজ করতে হবে।
আমরা ডিজিটাল ব্যবস্থার সুবিধা গ্রহণ করছি এরফলে জীবন মানের কত পরিবর্তন হয়েছে এটি আর বলার অপেক্ষা রাখে না। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গঠন। একারণে যুবরা এগিয়ে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।
জেলার বিভিন্ন যুব সংগঠনের ৫০জন সংগঠক এতে অংশগ্রহণ করেন।