পার্বতীপুরের নিভৃত পল্লীতে স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
- মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
-
২০২৩-০৬-১২ ০৯:৫৯:৩৬
- Print
পার্বতীপুরের নিভৃত পল্লী উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় ব্যক্তি উদ্যোগে একটি স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দহাসপাতালের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম জানান, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটিতে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে সব সময বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি আরও বলেন, আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে- ডায়াগনস্টিকস, কনশালটেশন, হসপিটালাইজেশন, মেডিকেল চেক-আপ, কর্পোরেট মেডিকেল চেক-আপ, ডায়াবেটিক চেক-আপ, ফার্মেসী, এ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি।