ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে ৩০ গ্রামের মানুষের দুঃখের অবসান
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৬-১২ ০৯:৫৮:৩০
দিনাজপুরের পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুরের কাল নদীর উপর ফুটওভার ব্রিজ নির্মিত হওয়ায় দুই পাশের্^র ২০/৩০ গ্রামের মানুষের মনে উৎসবের জোয়ার বইছে। আজ সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দুরে মধ্যপাড়া পাথর খনি’র পশ্চিমে নির্মিত এই ফুটওভার ব্রিজটি দর্শনকালে সেখানে উপস্থিত হন বাস্তবায়নকারী হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, সকল ইউপি সদস্যসহ গ্রামের উৎসাহিত মানুষজন। এসময় উপস্থিত সকলের চোখ ও মুখে ছিল বেদনা ও আনন্দের হাসি। চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, এতদিন ভূক্তভোগী গ্রামসমুহের অন্তত ১০/১৫ হাজার মানুষজন কলা গাছের ভেলা দিয়ে এপার ওপার যাতায়াত করতো। এভাবে যাতায়াত করতে গিয়ে স্কুলগামী ছাত্র ছাত্রী নদীতে পড়ে গিয়ে হতাহতের ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক। আজ থেকে আর অভিভাবকদেরকে এমন ভয়াবহ দূর্ঘটনার আতঙ্কে থাকতে হবেনা। বর্ষাকালে এই নদীটিই ছিল এলাকাবাসীর বড় দুঃখ। দুই পাশের্^ পারাপারের কোন সংযোগ না থাকায় অধিকাংশ লোকজন চলাচল করতো কয়েক মাইলের রাস্তা পাড়ি দিয়ে। এখন মানুষের কষ্টেরও অবসান হলো। এই ফুটওভার ব্রিজটি নির্মানে ব্যয় করা হয় ৬ লাখ ২৮ হাজার টাকা। এ উপলক্ষ্যে ব্রিজ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ব্রিজের উপর দিয়ে মানুষের চলাচলের উদ্ভোধন করেন। এসময় সাবেক মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী