ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নরসিংদী রায়পুরার বাজারের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৬-১২ ০৭:০৫:০৭

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাজারে দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রোববার রাতে নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

নিহত আব্দুল করিম (৪৫) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ জানান, প্রতি রাতের মত বাজারে প্রহরীর দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুইজন নিরাপত্তা প্রহরী। তারা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশিতে ফুঁ দিয়ে দায়িত্ব পালন করছিলেন।

এক পর্যায়ে অনেকটা সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে এ সময় বাজারের কোন দোকানে চুরির ঘটনা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পরে বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী