ভোলা জেলার লালমোহন উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরুর সময়ে ভোলার লালমোহনের ১৯৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ পেলেন শিক্ষক শিক্ষার্থীরা। লালমোহন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।এসময় তিনি বলেন বর্তমান সরকারের দেয়া ল্যাপটপে ডিজিটাল শিক্ষার মানউন্নয়ে বিশেষ ভুমিকা পালন করবে।
সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন,সহকারী শিক্ষা কর্মতকর্তা আকতার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল, সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, প্রধান শিক্ষক মোঃ ইউছুফ সহ আরও অনেকে।