ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরায় স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পলাতক
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৬-০৮ ০৯:৫২:০৪

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফসানা আক্তার আফসার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করেছে।

উক্ত ঘটনায় বৃহস্পতিবার বিকালে নিহতের মা হাসনাহেনা বেবী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

নিহত আফসানা আক্তার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিনের মেয়ে। অপরদিকে স্বামী হযরত আলী একই ইউনিয়নের নলবাটা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় ১৪ বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফসানা কে সন্দেহ করতো স্বামী। তার স্বামী হযরত আলী মালয়েশিয়া থেকে দেড় মাস আগে ছুটিতে আসেন। এরপর এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো৷ এক পর্যায়ে ঘটনার দিন সন্ধার পর হযরত আলী আফসানাকে ঘরের পিছনে নিয়ে জবাই করে হত্যা করে।

নিহতের মা হাসনা হেনা বেবি জানান, হযরত আলী বিদেশ যাওয়ার সময় আমাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। এবারও দেশে এসে আরো ১ লাখ টাকা নিয়ে দিতে আফসানাকে চাপ দিচ্ছিল। এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরই জেরে আমার মেয়েকে তার স্বামী হত্যা করে।

নিহত আফসানার মেয়ে জানায়, রাতে তার মাকে হত্যার পর তার বাবার হাতে রক্ত দেখতে পায় তার ছোট ভাই সাইফ। পরে হাতে রক্ত লেগে থাকার কারন জানতে চাইলে তার বাবা বলেন একটি মুরগী জবাই করেছেন তিনি। এরপরই তারা মা’য়ের মরদেহ দেখতে পায়। পরে তারা দৌড়ে গিয়ে নানু বাড়িতে মা’য়ের খবর জানায়৷

এব্যাপারে জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এটি এ ঘটনায় ব্যবহার করা হয়েছে কি না এটা তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী