ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত আদেশ বাতিল, ১৪ জুন নির্বাচন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৬-০৮ ০৯:২৫:১১

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে।প্যানেল চেয়ারম্যান-১ প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান তিনটি পদে নির্বাচিত সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্যানেল চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.মলয় চৌধুরীর পরামর্শে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়।পরে জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো.বাবুল মিয়া ও আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যরা নির্বাচনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন দাখিল করলে আজ বৃহস্পতিবার (০৮ জুন) মন্ত্রনালয়ের আদেশটি বাতিল করে হাইকোর্ট। জেলা পরিষদের সদস্য মো.বিল্লাল মিয়া ও মো.বাবুল মিয়া জানান, আজকে হাইকোর্টের আদেশের মধ্যেদিয়ে আমাদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচনের আর কোন বাঁধা রইল না। আগামী ১৪ জুন জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ