নীলফামারীতে দিনব্যাপী ‘ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মুলক প্রশিক্ষণ’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্প।
সকালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের ট্রেইনার আবু সায়েম প্রশিক্ষণ পরিচালনা করেন।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্ভীদের প্রায় এক’শ জন অংশগ্রহণ করেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জমান বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বিশেষ করে ধর্মীয় নেতাগণ বিশেষ ভুমিকা পালন করতে পারেন। এজন্য ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষন পরিচালনা করছে।