ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ‘ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মুলক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৬-০৮ ০৭:৪২:২৮

নীলফামারীতে দিনব্যাপী ‘ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মুলক প্রশিক্ষণ’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 
জেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্প। 

সকালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের ট্রেইনার আবু সায়েম প্রশিক্ষণ পরিচালনা করেন।
 
মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্ভীদের প্রায় এক’শ জন অংশগ্রহণ করেন তিনি। 
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জমান বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বিশেষ করে ধর্মীয় নেতাগণ বিশেষ ভুমিকা পালন করতে পারেন। এজন্য ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষন পরিচালনা করছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী