ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে বাগ বিতন্ড ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি ও স
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৬-০৮ ০৪:০৭:১২

দিনাজপুরে দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসে বিএনপির উদ্যোগে অবস্থান-কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দিনাজপুর টু দশ মাইল মহাসড়কের পিডিবি মোড়ে অবস্থান কর্মসূচি ও শেষে প্রধান নির্বাহী প্রকৌশলী পিডিবি কে বিএনপি'র পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

সুইহারী পিডিবি মোড়ে বিএনপির  নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের সাথে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন। পরে বিএনপি'র সিনিয়র নেতারা পুলিশের সাথে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় পরে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন।

জিলা বিএনপি'র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী