ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে পুলিশ ও ক্ষমতাসীন দলের বাঁধার মুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২৩-০৬-০৮ ০৪:০৫:২৬

ফরিদপুরে পুলিশ এবং ক্ষমতাসীন দলের বাঁধার মধ্যদিয়ে জেলা বিএনপি তাদের কর্মসূচি পালন করেছে। সকাল ১১টায় কাঠপট্রি বিএনপির দলীয় অফিস থেকে একটি মিছিল নিয়ে ঝিলটুলীর বিদ্যুৎ অফিসে যাবার পথে বাঁধা প্রদান করে পুলিশ। পরে সেখানেই অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মীরা। এসময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তার উপর বসে  অবস্থান কর্মসূচী পালন করে।নেতাকর্মীরা  বিদ্যুতের দাবীসহ নানা স্লোগানদিতে থাকে। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক আজম খান, আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন । পরে পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে গেলে আগে থেকে সেখানে থাকা শ্রমিক লীগের নেতা-কর্মীরা বিএনপির মিছিলে বাঁধা দেবার চেষ্টা করলে পুলিশ দুপক্ষকেই সরিয়ে দেয়।

এসময় দুইপক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। পরে বিএনপির নেতারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তার কাছে স্মালকলিপি প্রদান করে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী