ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’এর কার্যকরী কমিটির সভাপতি মান্নান ও সম্পাদক আলীম
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২৩-০৬-০৭ ০৬:৫২:৩৪
ইমেইলে ছবি দেয়া কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ’এর উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মীর আব্দুর আলীমকে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার (০৭ জুন) রূপগঞ্জ উপজেলার মাঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয় থেকে সাংবাদিকরা এ শুভেচ্ছা জানান। এর আগে, রাজধানীর উত্তরার ওয়াল্ড ইউনিভাসিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে ৬ জুন রাতে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করা হয়। মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরকে সভাপতি এবং মীর আব্দুর আলীমকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা পরিষদে মনোনিত হন, ড. কাজী খলিকুজ্জমান আহমদ, ড. আতিউর রহমান, ড. জাহাঙ্গীর আলম, এ কে এম শহিদুল হক, কামাল চৌধুরী তারেক সুজাত। সহ-সভাপতি হলেন, ড. রাশিদ আসকারী, ড. নাসিম আক্তার, কবি নাসির আহমেদ,সালাম সালেহ উদ্দিন। সমন্নয়ক, সৌরভ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক- মীর আব্দুল আলীম, সহ-সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. জেবউননেছা, প্রচার প্রকাশনা সম্পাদক- সাবিরা ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক- তারেকুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক রাজন ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কে এম মাহফুজ, কার্যকরী সদস্য-খাইরুল আলম, ড. আবদুস সুবহান, ড. মিজানুর রহমান সাইদুর রহমান, আব্দুল বাকি চৌধুরী নবাব।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী