ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা,স্বামীকে আটক করেছে র‍্যাব
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২৩-০৬-০৭ ০৪:৪৩:৩৯

গাজীপুরের সদর উপজেলার আদাবৈ এলাকায় রুবিনা আক্তার নামে এক পার্লার কর্মীকে হত্যা করেছে তার স্বামী।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী  মিঠুন চন্দ্র ঘোষকে মঙ্গলবার(৬ মে) সন্ধায় পাবনা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মিঠুন(২৭) সদর উপজেলার খুদে বরমী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে।

এর আগে গত শনিবার রাতে সদর উপজেলার আদাবৈ এলাকার রাজকন্যা বিউটি পার্লার থেকে হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র‍্যাব-১ এর আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। 
বুধবার (৭মে) সকালে পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানী কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি জানান, এক বছর আগে ফেসবুকের মাধ্যমে  রুবিনার সাথে পরিচয় হয় মিঠুনের। পরে ধর্মান্তরিত হয়ে রুবিনাকে বিয়ে করে মিঠুন। বিবাহের শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে দাম্পত্য কলহ এবং একে অন্যকে পরকীয়া সন্দেহে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং মিঠুন প্রায় সময় রুবিনাকে মারধর করে। এ বিষয়ে রুবিনা থানায় অভিযোগ করলে মিঠুন আলাদা থাকতে শুরু করে। পরে  প্রতিশোধ নিতে গত শনিবার (৪ মে) বিকেলে  রুবিনার পার্লারে তার বন্ধু সোমা ও মিঠুনের বন্ধু রাকিবের সহযোগিতায় হাত পা বেধে স্ত্রীকে হত্যা করে। র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যার কথা স্বীকার করেছে মিঠুন। এ ঘটনায় রুবিনার মা আছিয়া বেগম জিএমপি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ