ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না- মাহাবুবুল আলম হানিফ
  • কক্সবাজার প্রতিনিধিঃ
  • ২০২৩-০৬-০৫ ১০:১৩:৩৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন, ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা খোন্দকার মোশতাকদের কারণে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। শান্তিতে বিশ্বাসী ছিলেন। এ কারণেই আপামর জনসাধারণ তাকে পছন্দ করতেন। তিনি ৫ জুন বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন। মার্কিন ভিসা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। বাংলাদেশ আওয়ামী লীগও একই ধরনের নির্বচন চায়। পরোক্ষভাবে কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে মাহাবুবুল আলম হানিফ বলেন, পিতা আওয়ামী লীগ করলেই সন্তান আওয়ামী লীগ হয়ে যায় না। যারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়েছে, তাদের আর কোনদিন আওয়ামী লীগে ফিরিয়ে আনা হবে না। শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ১২ জুর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী