ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৬-০৫ ০৮:১৫:৫৪

“প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং “সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাস্টিক দূষণ”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩।

আজ সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জেলা প্রশাসক চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী নেতৃত্ব দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, বিশেষ অতিথি জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামছুল আজম।

র‌্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ সামছুল আজম ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সিনিয়র কেমিস্ট এ.কে,এম ছামিউল আলম কুরসি। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক তনুজা শারমীন তনু, সাংবাদিক মোফাচ্ছেরুল রাশেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মাহাফুজুর ভূইয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মোঃ যোবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন, সনাক টিআইবি দিনাজপুরের সভাপতি আব্দুল জলিল, চাউলকল মালিক সমিতির সভাপতি মোছাদ্দেক হুসেন, ইএসডিও’র এস.এম বকুল, সনাক দিনাজপুরের কো-অর্ডিনেটর আব্দুল হান্নান, ছাত্রী আয়েশা সিদ্দিকা, ছাত্র আদমান সাকিব প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ বলেন, শুধু আইন দিয়ে প্লাস্টিক দূষণ সম্ভব নয়। এরজন্য চাই সামাজিক আন্দোলন। মনে রাখবেন প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে মাটি, পানি, বায়ু, যেকোন বন্যপ্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণী, সমুদ্র এমনকি মানবজাতীর ওর বিরূপ প্রভাব সৃষ্টি করে। তাই প্লাস্টিক বর্জন করুন এবং পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপন করুন। শেষে প্রধান অতিথি পরিবেশের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকলের মাঝে একটি করে ফলজ গাছ বিতরণ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী