ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২৩-০৬-০৫ ০৮:০৭:২২

‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে পুনরায় একই স্থানে শেষ হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত
পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. শাফায়েত আহমেদ সিদ্দিক, সনাক সভাপতি ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া।

প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ পরিচালক মো. মিজানুর রহমান।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত