নানা আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস - ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে সোনালী ব্যাংক নিউ টাউন শাখা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লা সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য, 'প্লাস্টিক দূষন সমাধানে, সামিল হই সকলে'।