ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
দুর্গাপুরে গভীর রাতে পানবরজে আগুন দুইটি বরজের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৬-০৪ ১১:০০:০৯
রাজশাহীর দুর্গাপুরে গভীররাতে পান বরজে আগুন লেগে দুইটি পান বরজ ভূস্মিভূত। প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি। দুর্গাপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের একটি ইউনিট তত্বাবদায়নে আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ক্ষতির মূখ থেকে বেঁচে গেছে গ্রামবাসী বলে জানান ফায়ার সার্ভিস ও সিফিল ডিফেন্স এর ইস্টেশন অফিসার আবুল খায়ের। গত ৫জুন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ী চকপাড়ার আব্দুস সাত্তারের পুত্র আলামিন ওরফে আলান ও ইনসের আলীর পুত্র বাবু'র বড় যে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসী ওই রাতেই দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল খায়েরের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সময়ের মধ্যেই আলামিন ওরফে আলানের ৭পুন ও ইনসের আলীর পুত্র বাবু'র ৭ পুন পানবরজের ৫ পুন সম্পূর্ণ ভূস্মিভূত হয়ে পুড়ে ছাঁই হয়ে যায়। এলাকাবাসী জানান ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে না আসলে পার্শ্ববর্তী পান বরজ গুলো ও পাড়ার বিভিন্ন মানুষের বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়তো, এতে বড় ধরনের ক্ষতি হাত থেকে বেঁচে গেছে গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত পানবরজের মালিক আলান বলেন, শত্রুতা করে কে বা কাহারা আজ থেকে ৪ দিন পূর্বেও একই পান বরজে শত্রুতা করে পান বরজে আগুন লাগিয়ে দিয়েছিলো গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিভিয়ে দিয়েছিলো। সেই পানবরজ টিতেই আবারো গতরাতে শত্রুতা করে আগুন লাগিয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসে এরই মধ্য আমার ৭পুন ও পাশ্ববর্তী বাবু'র ৫ পুন পান বরজ পুড়ে গেছে। এতে দুইজনের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দুর্গাপুর সার্ভিস ও সিফিল ডিফেন্স এর ইস্টেশন অফিসার আবুল খায়ের বলেন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটানাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্র করি। এই আগুন কে বা কাহারা শত্রুতা করে লাগিয়েছে বলে আমার ধারনা। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভানোর কারনে গ্রামবাসী বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচেছে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ