নীলফামারীতে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৩-০৬-০৩ ১৩:০১:১২
- Print
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে’ মাদক বিরোধী সেমিনার সভা শনিবার দুপুরে নীলফামারীতে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই সেমিনারের আয়োজন করে দীপ্তমান যুব উন্নয়ন সংস্থা।
উপজেলা কৃষি দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন দীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ শ্লোগানে বিভিন্ন প্রান্তে আমরা সভা সেমিনার, আলোচনা সভা, কুইজসহ নানা ক্যাম্পেইন পরিচালনা করছি। এরই অংশ হিসেবে বিভিন্ন দফতর মিলে আজকের সেমিনার অনুষ্ঠিত হলো।
শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ছড়িয়ে দিতে এই সেমিনার বিশেষ ভুমিকা রাখবে।