ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৬-০১ ১০:১০:৫৩
নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ‘টেকসই উন্নয়নের অন্তরায় দুর্নীতি’ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে জয় পায় এই বিদ্যালয়টি। এতে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা আনিকা আশফিয়া। বৃহস্পতিবার নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিষয়ের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় দল। প্রতিযোগীতায় বিচারক হিসেবে নীলফামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হারুন অর রশীদ ও কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জুবেদ আলী এবং মডারেটর হিসেবে নীলফামারী সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান দায়িত্ব পালন করেন। বিতর্ক শেষে আলোচনা সভায সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) জেলা কমিটির সভাপতি ও কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ফারক। আমন্ত্রিত অতিথি থেকে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক ইমরান হোসেন। নীলফামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতায় ছয়টি দল অংশগ্রহণ করে। তিনি বলেন, দুর্নীতি দমনে সচেতনতা মুলক কর্মসুচীর অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী