ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নীলফামারীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৬-০১ ১০:০৯:১৬
‘টেকসই দুগ্ধ শিল্প-সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ শ্লোগানে নীলফামারীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দফতর। শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার উম্মে সুফিয়া বিনতে শওকত এর সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ দফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে চিত্রাংকণ, কুইজ ও রচণা প্রতিযোগীতায় ১৫জনকে পুরস্কার বিতরণ করা হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ