ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২৩-০৬-০১ ০২:৩৫:০৮
‘টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী ' এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। বৃহস্পতিবার(১ জুন) সকাল সাড়ে নয়টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং গাজীপুর ডেইরীফারমার্স এসোসিয়েশন এর সহযোগিতায় জেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর ডেইরীফারমার্স এসোসিয়েশন এর সভাপতি আকরাম হোসেন বাদশা। এসময় তিনি বলেন, টেকসই পুষ্টি উৎপাদন ধরে রাখতে আমদানি নির্ভরতা কমাতে হবে এবং দেশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এছাড়াও খামারিদের সঠিক প্রশিক্ষণের ব্যাবস্থা করতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের আবহাওয়া এবং প্রকৃতি কৃষি উৎপাদনের জন্য খুবই উপযোগী, আমরা যদি সঠিক উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: এস এম.উকিল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার,জিএমপির সহকারী কমিশনার ফাহিম আসজাদ,গাজীপুর ডেইরীফারমার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খামারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ