ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুরের নতুন পুলিশ কমিশনার হলেন মাহাবুব আলম
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২৩-০৫-৩১ ১৪:১৬:৩২
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব আলম। বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। জিএমপির বর্তমান কমিশনার মোল্লা নজরুল ইসলাম এর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি এবং ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ আছে মোল্লা নজরুল ইসলামকে এপিবিএনএ এর ডিআইজি হিসেবে বদলি করা হয়। পুলিশের বিসিএস ১৮ব্যাচের কর্মকর্তা মাহাবুব আলমের বাড়ি কুমিল্লা জেলার হোমনার খোদেদাউদপুর গ্রামে। মাহাবুব আলম ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে যুগ্ম কমিশনার এবং টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ এপিবিএনএ এর ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী