ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
গুলিতে আহত শিবপুরের চেয়ারম্যানের ৩ মাস পর মৃত্যু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৫-৩১ ১৪:১৩:১৮
গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ খান। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান গুলিতে আহত হওয়ার তিন মাস পর মরা গেছেন। বুধবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকার এভারকেয়ার হাপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম কাছ থেকে জানা যায় , গুলিতে আহত অবস্থায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি মারা গেছেন। গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। মোটরসাইকেলে আসা মুখোশপরা তিন বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়। আহত হারুনকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত