ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
সাবমেরিন পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-০৯ ০৯:৫৩:৩২

পটুয়াখালীতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়ার ক্যাবল কাটা পড়ায় দেশে ইন্টারনেটে গতি কমে গেছে।

রোববার(৯ আগস্ট) সকাল ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠাগুলোর সংগঠন আইএসপিএবি'র সভাপতি আমিনুল হাকিম জানান, সাবমেরিন ক্যাবল-২-এর মূল ক্যাবল নয়, পাওয়ার ক্যাবল কাটা পড়েছে। ফলে রিপিটারে বিদ্যুৎ যাচ্ছে না। এজন্য ব্যান্ডউইথ পেতে সমস্যা হচ্ছে। সাবমেরিন ক্যাবল ১ ও আইটিসি দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে ৪০-৫০ শতাংশ গতি কমে গেছে।

আজকের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ল্যান্ডিং স্টেশন এলাকায় খারাপ আবহাওয়া থাকায় পাওয়ার ক্যাবল মেরামতে সময় লাগছে।

বর্তমানে দেশে ১ হাজার ৭৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। এর অর্ধেকের বেশি আসে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ