ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে ব্রিজের পাশের মাটি ধসে ৩ শ্রমিক নিহত, আহত-৪
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০৫-৩১ ১৪:০৬:১৪
ফরিদপুরের সদরপুরের ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকার নির্মানাধীন একটি ব্রিজের পাশের মাটি ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। এসময় মাটি চাপা পড়ে আরো চার শ্রমিক আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২টার দিকে। স্থানীয়রা জানান, সদরপুর-কৃষ্টপুর বাইপাশ সড়কের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি বড় ব্রিজ নির্মানের কাজ চলছিল। ১০/১২ জন শ্রমিক নির্মানাধীন ব্রিজের নীচে লোহার রড বাঁধাইয়ের কাজ করছিল। এসময় হঠাৎ করেই ব্রিজের পাশের মাটির বিশাল একটি অংশ ধসে কর্মরত শ্রমিকদের কয়েক জনের উপর পড়ে। এতে ৭/৮ শ্রমিক মাটির নীচে চাপা পড়ে। কয়েক শ্রমিক মাটির নীচ থেকে উঠে আসতে পারলেও তিনজন উঠে আসতে পারেনি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন হৃদয়, জাভেদ খা ও জুলহাস মীর। তাদের দুইজনের বাড়ী ফরিদপুরের সদর উপজেলায়। অন্যজনের বাড়ী বাগেরহাট জেলায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ গুলো উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় থানার ওসি। স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করে জানান, নির্মানাধীন ব্রিজের কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান বিশাল গর্ত করে ব্রিজের বেইজ কাটে। ফলে ব্রিজের আশে পাশের বাড়ী-ঘর ঝুকির মধ্যে ছিল। বিষয়টি ঠিকাদারকে জানালেও তারা কোন পদক্ষেপ নেননি। বর্তমানে একটি একতলা বাড়ী রয়েছে ঝুকির মধ্যে। যে কোন সময় বাড়ীটি ধসে ডেতে পারে। দুর্ঘটনায় নিহতদের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্তের মাধ্যমে বিচার চেয়েছেন বিক্ষুব্দ এলাকাবাসী। এদিকে, তিনজন শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সদরপুর-কৃষ্টপুর বাইপাশ সড়কের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এলজিইডির অর্থায়নে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মানের দায়িত্ব পান মেসার্স আসিফ ইকবাল কনস্টাকশন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী