ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ব্যাহত করতে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ঝুঁকছে-শাজাহান খান
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-৩০ ১০:২৪:০৪
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাস প্রতিরোধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে আবারো তারা আগুন সন্ত্রাসের দিকে ঝুকঁছে। উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। গতকাল রাতে নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় সৈয়দপুর বাসটার্মিনালে শ্রমিক গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন বক্তব্য দেন অনুষ্ঠানে। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। নব নির্বাচিত সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, আজকে আমার এই অবস্থানের পেছনে বড় ভুমিকা রয়েছে শ্রমিকদের। শ্রমিক রাজনীতি আমাকে ভালোবাসতে শিখিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন বাস্তবায়নে নীলফামারীর শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন সংসদ সদস্য মমতাজ বেগম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠনের পক্ষ্য থেকে দেওয়ান কামাল আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত