ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ছেলেকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে নগরমাতা জায়েদের শ্রদ্ধা নিবেদন
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২৩-০৫-২৮ ১১:০৫:২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন জায়েদা খাতুনসহ উপস্থিত নেতাকর্মীরা। এর আগে প্রায় ৭০০ গাড়ির একটি বহর নিয়ে সকালে গাজীপুরের ছয়দানা এলাকার বাসবভন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন জায়েদা খাতুন। দুপুরের দিকে টুঙ্গিপাড়া পৌঁছায় জায়েদা খাতুনের গাড়িবহর। পরে নবনির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটির নতুন নগরমাতা। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার।আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই। তিনি আারও বলেন, আমরা জন্ম থেকে আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগ সমর্থক হিসেবেই আছি। অন্যরা কে কী বলল, তাতে আমাদের কিছুই আসে যান না। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, এটা আমার বিষয় নয়। এটি দলীর বিষয়। তাই দল যেটা ভালো বুঝবে সেটাই করবে।
পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ