ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
১৩ বছরে যা হয়েছে ২৯বছরে তা হয় নি-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-২৮ ১০:৫৩:২৮
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, কোন দূর্যোগ হলে কিংবা কোন মানুষ বিপদে পড়লে আওয়ামীলীগের নেতা কর্মীরাই ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায় অন্য দলের নেতা কর্মীদের চোখে পড়ে না কারণ তারা মানুষের কল্যানে রাজনীতি করে না। তিনি রবিবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ১৩ বছরে বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তা অতীতের সরকারগুলোর ২৯বছরের চেয়েও অনেক বেশি। এজন্য আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। সংসদ সদস্যের নিজ বাসভবনে বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি উপস্থিত ছিলেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম বলেন, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৫০জনের মাঝে দুই বাইন করে ঢেউটিন এবং নগদ ৬হাজার করে টাকা বিতরণ করা হয়। অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে সুবিধাভোগী পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী