ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে 'স্মার্ট কর্নার' উদ্বোধন করলেন কবির বিন আনোয়ার
  • বগুড়া প্রতিনিধিঃ
  • ২০২৩-০৫-২৫ ১০:১৫:৪১
দেশে গুজব মোকাবেলা ও বাংলাদেশের উন্নয়নের কথা প্রচারের উদ্দেশ্যে বগুড়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থাপন করা হলো ‘স্মার্ট কর্নার’। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে দলের সাংগঠনিক জেলাগুলোতে স্মার্ট কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় বগুড়া মাধ্যমে শুরু হল ১৪তম ‘স্মার্ট কর্নার' স্থাপনের কার্যক্রম। বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৬ টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মার্ট কর্নার’এর উদ্বোধণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রীপরিষদের সচিব কবির বিন আনোয়ার। এসময় তিনি বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয় তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কর্নার স্থাপনের মাধ্যমে বগুড়া জেলাকে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম শুরু হলো। তিনি আরও বলেন, স্মার্ট কর্নার কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে ৪ জন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সকলকে প্রশিক্ষণ দেয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এই স্মার্ট কর্নার থেকেই গুজব মোকাবেলা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এদিন আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপনকৃত স্মার্ট কর্ণারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এটি পরিদর্শন করেন কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতাসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ