ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সততার অনন্য নজির
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৫-২৫ ০৬:৫৪:৫৫
কুড়িয়ে পাওয়া ৫০হাজার টাকা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। আজ বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে টাকার মালিক সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক মেশিনারিজ এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ এর হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, গতকাল রাত সোয়া এগারটার দিকে মদিনা মোড়ে রাস্তার উপড়ে পড়ে থাকতে দেখি টাকা। সেগুলো সেখান থেকে নিয়ে আমার কাছে রাখি। গুণে ৫০ হাজার টাকা পাই। টাকার প্রকৃত মালিকের সন্ধ্যান চেয়ে আমার ফেসবুক আইডিতে পোস্ট দিলে আমার সাথে যোগাযোগ করেন মোস্তাক আহমেদ। নিশ্চিত হওয়ার পরই তার হাতে টাকাগুলো আমি তুলে দেই। মোখছেদুল মোমিনের এমন উদ্যোগের ভুয়শী প্রশংসা করেছেন বিভিন্নজন। ফেসবুকে সততার অনন্য নজির হিসেবে চিহিৃত করেছেন অনেকে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী