ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানায় অবৈধ গ্যাস সংযোগ, বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০৫-২৪ ১০:৫৬:৫৩
- Print
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানায় অবৈধ ভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড(বিজিডিসিএল)। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কোম্পানীর এক অভিযানে বুধবার এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কোম্পানী সুত্র জানায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় সংলগ্ন পূর্ব কুট্টাপাড়া এলাকায় বিজিডিসিএল অবৈধ পাইপ লাইন উচ্ছেদ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।
এসময় তারা দেখতে পান ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী বিজিডিসিএল'র বিতরণ লাইন থেকে প্রায় ১ হাজার ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের অবৈধ গ্যাস পাইপলাইন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ থানা পর্যন্ত নির্মাণ ও স্থাপন করা হয়েছে। বিজিডিসিএল এর অবৈধ পাইপলাইন উচ্ছেদকারী দল তাৎক্ষনিক ভাবে ওই অবৈধ গ্যাস পাইপলাইনের সোর্স কর্তন সহ প্রায় ৫০০ ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের অবৈধ লাইনপাইপ উচ্ছেদ করে। স্থানীয়রা অভিযান পরিচালনাকারী দলকে জানায়, লাইনটি খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় মহসিন খন্দকার ও তার সহযোগিরা নির্মান করেছে। বিজিডিসিএল'র সংযোগ বিচ্ছিন্নকারী দল উচ্ছেদকৃত লাইনপাইপ জব্দ করে নিয়ে আসার চেষ্টা করলে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ বাধা প্রদান করে। এর প্রেক্ষিতে উচ্ছেদকারী দল উচ্ছেদকৃত পাইপ থেকে নমুনা হিসেবে ৩০ ফুট পাইপ নিয়ে আসে এবং অবশিষ্ট পাইপ রেখে আসতে বাধ্য হয়। এছাড়াও অবৈধ ভাবে নির্মিত পাইপ লাইন থেকে স্থানীয় কয়েকটি বাড়িতে গ্যাস সংযোগের লক্ষ্যে রাইজার নির্মান করা হয়। যাদের বাড়িতে অবৈধ রাইজার স্থাপন করা হয়েছে কুট্টাপাড়ার আবদুল মাওলার ছেলে আব্দুল জালাল,মোঃ আব্দুল হান্নান,মোঃ আব্দুল আলাল,মোঃ আব্দুল মুমিন এবং একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে রিমন ও জীবন।