প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
-
২০২৩-০৫-২৪ ০৫:৫২:০৭
- Print
বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির মাধ্যমে বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন। বঙ্গবন্ধু সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি আজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
তিনি মন্ত্রণালয়ের আয়োজনে প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। দেশের লাখ লাখ গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদান করে গৃহহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি সবাইকে ভিশন ২০৪১ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহিদুল আলম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন মল্লিক।