ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পার্বতীপুরে পরস্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় গ্রেফতার হওয়া রেল কর্মচারীকে নিয়ে বিতর্ক
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৫-২৪ ০৫:৪৯:২৫
পার্বতীপুরের হুগলীপাড়া মহল্লায় অন্যের স্ত্রীর সাথে আপত্তিকর কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বজলার রহমান নামের এক রেল কর্মচারীকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার দিবাগত রাত আনুমানিক ১১.৩০ মিনিটের সময় হুগলীপাড়া মহল্লায়। আটককারী মহল্লাবাসীগণ জানায় মঞ্জুরুল ইসলাম এর স্ত্রী মুক্তা খাতুন এর কক্ষে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার খালাসী বজলার রহমান আপত্তিকর কর্মকান্ডে জড়িত থাকা অবস্থায় ধরা পড়ে। বদনাম থেকে রক্ষা পেতে বজলার রহমান খাটের নিচে লুকিয়ে পড়ে। মঞ্জুরুল ইসলাম দু'জনকে আটক করে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা বজলার রহমান ও মুক্তা খাতুনের অসৎ কর্মকাণ্ডের বিচার করতে চাইলে সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও উত্তেজিত এলাকাবাসীকে নিভৃত করতে পুলিশ বজলার রহমান ও মুক্তা খাতুনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। মুক্তা খাতুনের স্বামী মঞ্জুরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তা খাতুন দীর্ঘদিন যাবত পর পুরুষের সাথে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইতোপূর্বে এক সেনা সদস্যেকে তার অনৈতিক কর্মকাণ্ডের ফাঁদে ফেলে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে নেয়। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে স্বামী স্ত্রীর মধ্যে আপোষ মিমাংশার ভিত্তিতে মানবাধিকার সংগঠন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আইনজীবির মাধ্যমে আপোষনামা সম্পাদিত হয়। এতে মুক্তা খাতুন অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে পুণঃরায় কখনও পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করলে তার স্বামী মঞ্জুরুল তাকে তালাক প্রদান করতে পারবে। এজন্য স্বামীর কাছে মোহরানার টাকা দাবী করতে পারবে না। মঞ্জুরুল ইসলাম এ প্রতিনিধির নিকট ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ বজলার রহমান ও মুক্তা খাতুনকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করলেও রহস্যজনক কারনে আটককৃত মুক্তা খাতুনকে ছেড়ে দেয়। এছাড়াও বজলারকে রহমানকে দায়সারা কারন দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের মতামত জানতে চাওয়া হয়, কোন ধারায় রেল কর্মচারী বজলার রহমানকে আদালতে প্রেরন করা হলো? তিনি কোন সুনির্দিষ্ট জবাব দেননি।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ