ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজশাহী সদর ও দুর্গাপুর সহ দেশের ১৬ সাব--রেজিস্টারকে বদলি
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৫-২৩ ০৭:৫৮:২২
রাজশাহী সদর ও দুর্গাপুর সহ দেশের ১৬ জন সাব-রেজিস্টার কে বদলির আদেশ দিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ২৩ মে মঙ্গলবার প্রশাসনিক চেন ও সমন্বয়ের স্বার্থে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা-৬ এর সিনিয়র সরকারি সচিব শফিউল আলম বদলির আদেশ দেন। রাজশাহী সদরের নাজির আহমেদ রিপন কে গাজীপুরের কাপাসিয়া, দুর্গাপুর উপজেলা সাব-রেজিস্টার নাফিসা নাওয়ার কে শেরপুরের নকলা উপজেলায়, নওগাঁ মান্দা প্রসাদপুরের সাদ্দাম হোসেন খান কে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়, মাদারীপুর সদর উপজেলার সুমন ঘোষ কে ঝিনাইদহ সদর , গাজীপুরের কাপাসিয়া এসএম কুদ্দুস মিয়াকে ঢাকা সদর, কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মোহসিন উদ্দীন আহমদকে জামালপুর সরিষাবাড়ি, জামালপুরের বকশীগঞ্জের জুয়েল মিয়াকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, জামালপুর দেওয়ানগঞ্জের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহীর পুঠিয়া, সিলেট তাজপুরের পরিতোষ কুমার অধিকারীকে নওগাঁর পত্নীতলা, ঢাকা মোহাম্মদপুর এর সাজ্জাদুল কবিরকে নারায়ণগঞ্জের ফতুল্লায়, নারায়ণগঞ্জের ফতুল্লার শাহীন আলমকে ঢাকা মোহাম্মদপুর, পাবনা ভাঙ্গুরার মাহবুবের রহমান ওয়াজেদকে চাঁদপুরের উত্তর মতলব, কুড়িগ্রাম উলিপুরের নাবিব আফতাবকে কুড়িগ্রাম সদর, লালমনির হাট হাতিবান্দার নাজমুল হককে কুড়িগ্রাম উলিপুর, কিশোরগঞ্জ কুলিয়ারচরের জাহিদুল ইসলামকে টাঙ্গাইলের মধুপুর এবং শেরপুর নকলার শওকত হোসনে মো. আফিকে রাজবাড়ী সদর উপজেলা সাব রেজিস্টার অফিসে বদলি করা হয়েছে। বদলি কৃত সাব- রেজিস্টার কে আগামী ২৯ শে মে এর মধ্যে দায়িত্ব অর্পণ করে বদলীকৃত উপজেলায় যোগদানের জন্য নির্দেশনা জারি করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. শফিউল আলম।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ