ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চারঘাটে ৩১২ পিচ ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৫-২৩ ০৭:৩২:৩৬
রাজশাহীর চারঘাটে ৩১২ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক সম্রাট শাকিবুল হাসান আশিক (২৫) কে গ্রেপ্তার করেছে র্্যাব-৫ । ২২ মে রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে র্্যাব সদস্যরা। ২৩ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্্যাব সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে রাত ২ টার দিকে র্্যাব জানতে পারে, চকমুত্তারপুর গ্রামে শাহবাজ উদ্দিনের বাড়িতে মাদক ব্যবসায়ী আশিক মাদক বিক্রির জন্য অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে র্্যাব সদস্যরা অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী দৌড়ে পালাতে চেস্টা করলে র্্যাব সদস্যরা তাকে আটক করে। পরে চকমুক্তারপুর গ্রামের শাহবাজ উদ্দিনের ছেলে শাকিবুল হাসান আশিক (২৫) এর ঘর থেকে ৩১২ পিচ ফেনসিডিল উদ্ধার করে র্্যাব গ্রেপ্তারকৃত আসামী র্্যাব এর কাছে স্বীকার করে যে উদ্ধার কৃত মাদক তার। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িতো। এলাকায় ২-৩ জন তার মাদক ব্যবসার পার্টনারও রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় র্্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে। র্্যাব এর মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানান।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ