ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দেশী বিদেশী উদ্যোক্তা নিয়ে শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৫-২৩ ০৫:৪০:১১
শিল্প ও বণিক সমিতির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে নীলফামারীতে। জেলা শহরের বড়মাঠে গতকাল বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বক্তব্য দেন। শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মেলা পরিচালনা কমিটির আহবায়ক হোসেন খান মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্প ও বণিক সমিতির সদস্য রাসেল আমিন স্বপন। শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু জানান, প্রায় এক’শ স্টল রয়েছে মেলায়। দেশীয় বিভিন্ন পন্য এবং দেশী ও বিদেশী উদ্যোক্তাদের অংশগ্রহণ রয়েছে এই মেলায়। এছাড়া বিনোদনের জন্য সার্কাস, শিশুদের জন্য রাইডস রয়েছে এতে।
বাংলাদেশি টাকায় আজকের  টাকার রেট : ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার: ২৩ নভেম্বর, ২০২৪