কাশিয়ানীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
-
২০২৩-০৫-২২ ০৯:৪৮:৪২
- Print
আজ সোমবার সকাল ১০ টায় কাশিয়ানী সহকারী কমিশনার ভূমি মিলন সাহার সার্বিক তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।
সকালে সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের সামনে ফুলের তোড়া প্রধান অতিথি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর হাতে তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী ইজাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান শেখ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণ, এবং উপজেলার ভূমি সেবা গ্রহীতা বৃন্দ।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বক্তব্য বলেন, আমাদের পাঠ্যবইতে ভূমি সেবার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো পাঠ্য নেই। বর্তমান বাস্তবতায় নাগরিকদের স্বার্থে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য তাদের জানা থাকা উচিত। এজন্য ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে পাঠ্য বইতে কোনো অধ্যায় অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটি চিন্তা-ভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয় না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
তারা পরিবারের প্রবীণদের ভূমি সংক্রান্ত সেবা পেতে সাহায্য করতে পারে। কারণ বয়স্করা অনেক সময় অনলাইনে ডিজিটাল সেবার বিষয়গুলো তেমন বুঝে উঠতে পারেন না।